ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছে ২ শতাধিক কেনিয়ান

বুধবার (১২ নভেম্বর) প্রধান মন্ত্রিপরিষদ সচিব মুসালিয়া মুদাভাদি এক বিবৃতিতে এ কথা বলেন। যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
নাগরিকদের রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করার তথ্য দিয়েছে কেনিয়া
নাগরিকদের রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করার তথ্য দিয়েছে কেনিয়া |সংগৃহীত

আফ্রিকার দেশ কেনিয়া জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের দুই শতাধিক নাগরিক।

বুধবার (১২ নভেম্বর) প্রধান মন্ত্রিপরিষদ সচিব মুসালিয়া মুদাভাদি এক বিবৃতিতে এ কথা বলেন। যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, রাশিয়ান বাহিনীতে কেনিয়ানদের যুক্ত করার নেটওয়ার্কগুলো এখনো সক্রিয় আছে এবং তাদের বাহিনীতে তালিকাভুক্ত করার জন্য কেনিয়ানদের টার্গেট করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ওই নাগরিকের মধ্যে কেনিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সাবেক সদস্যও রয়েছে।

এ পরিস্থিতিকে ‘চরম উদ্বেগজনক’ উল্লেখ করে নাগরিকদের আকর্ষণীয় বিদেশী চাকরির প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করেন মুদাভাদি।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপে সংঘাতপূর্ণ অঞ্চলে আটক কেনিয়ানদের মুক্তি দেয়ার অনুরোধ জানান কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।

এদিকে, ইউক্রেন গত সপ্তাহে জানায়, আফ্রিকার ৩৬টি দেশের এক হাজার ৪০০ জনেরও বেশি নাগরিক রাশিয়ান বাহিনীর হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে। এছাড়া তাদেরকে প্রতারণার মাধ্যমে রাশিয়ান বাহিনীতে যুক্ত করা হয়েছে বলেও দাবি করে ইউক্রেন।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট দফতর ৬ নভেম্বর এক বিবৃতিতে জানায়, ১৭ জন দক্ষিণ আফ্রিকানকে উচ্চ বেতনের প্রতিশ্রুতি দিয়ে ভাড়াটে সৈন্য হওয়ার জন্য প্ররোচিত করা হয় এবং তারা ইউক্রেনের দনবাস অঞ্চলের যুদ্ধক্ষেত্রে আটকা পড়েছে। তাদের ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি