কেনিয়ায় বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত

কেনিয়ার জনপ্রিয় লেক নাইভাশায় সাধারণত পর্যটকদের নিয়ে নৌকা চলাচল করে।

নয়া দিগন্ত অনলাইন
কেনিয়ায় বন্যা
কেনিয়ায় বন্যা |সংগৃহীত

কেনিয়ার জনপ্রিয় লেক নাইভাশায় সাধারণত পর্যটকদের নিয়ে নৌকা চলাচল করে। কিন্তু গত কয়েক সপ্তাহে সেসব নৌকায় করে বন্যার্তদের সরিয়ে নেয়া হচ্ছে।

এক দশকেরও বেশি সময় ধরে নাইভাশা লেকের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে এবং বারবার এর পাড় ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। তার পরেও কিহোতো জেলার স্থানীয়রা এ বছর এখনো পানির স্তর এতো বেশি দেখে হতবাক হয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা রোজ আলেরো বলেন, এখানে আগে কখনো এরকম ঘটনা ঘটেনি।

স্থানীয় কর্মকর্তারা জানান, রিফট ভ্যালি লেকটি সে দেশের অভ্যন্তরে দেড় কিলোমিটার পর্যন্ত রয়েছে।

৫১ বছর বয়সী এক নারী জানান, পানির স্তর বৃদ্ধির জন্য মানুষ ভোগান্তি পোহাচ্ছে। আমার বাড়িতে কোমর সমান পানি এবং আমাদের পুরো জেলায় মানুষের টয়লেট পর্যন্ত ডুবে গেছে।

তিনি আরো বলেন, মানুষ আটকে পড়ে আছে ... তাদের কোথাও যাওয়ার উপায় নেই।

বহু মানুষ তাদের সবকিছু হারিয়েছে। শত-শত বাড়িঘর সম্পূর্ণ ডুবে গেছে। গির্জা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশ স্টেশনগুলো পানিবন্দি রয়েছে। শিশুরা স্কুলে যেতে পারছে না।

এই দৃশ্য রিফট ভ্যালির অন্যান্য লেকেও পরিলক্ষিত হচ্ছে। এসব কারণে হাজার-হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

নাকুরু কাউন্টির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান জয়েস চেচে জানান, ক্রমবর্ধমান পানি বৃদ্ধির কারণে ৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ঘটনাটি বন্যপ্রাণীর ওপরও প্রভাব ফেলেছে এবং পর্যটন ও অন্যান্য ব্যবসা হুমকির মুখে পড়েছে।

সূত্র : এএফপি/বাসস