সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, নিহত ১ হাজারেরও বেশি

সুদানের পশ্চিমাঞ্চলের ৩১ আগস্ট ভূমিধসে পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে একজন বাদে বাকি সবাই নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

সুদানের পশ্চিমাঞ্চলের মারারা পর্বতমালা এলাকার একটি গ্রাম ভূমিধসে ধ্বংস হয়ে গেছে। এতে কমপক্ষে এক হাজার জন নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে, গ্রামটিতে মাত্র একজন বেঁচে আছেন।

আবদেলওয়াহিদ মোহাম্মদ নুরের নেতৃত্বাধীন দলটি এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের পর গত ৩১ আগস্ট ভূমিধস হয়।

গ্রামটির অবস্থান দারফুর অঞ্চলের মধ্যে। সুদান লিবারেশন মুভমেন্টের নিয়ন্ত্রণে রয়েছে এই দারফুর অঞ্চল। ভূমিধসে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা। গোষ্ঠীটি আরো জানিয়েছে, ভূমিধসের পর গ্রামটি ‘সম্পূর্ণরূপে মাটির সাথে মিশে গেছে’।

সুদানের উত্তর দারফুর রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান যুদ্ধ থেকে পালিয়ে অনেক বাসিন্দারা মারা পর্বতমালা এলাকায় আশ্রয় চেয়েছিলেন। এই এলাকায় খাদ্য ও ওষুধের ঘাটতি রয়েছে।

দেশটিতে গত দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। এতে অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছে। গৃহহীন হয়েছে লাখ লাখ মানুষ। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরও নিয়মিত হামলার মুখে পড়ছে।

সূত্র : রয়টার্স