পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জ্বালানি সঙ্কটের কারণে আগামী দুই সপ্তাহের জন্য দেশজুড়ে শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলো জ্বালানি ট্যাঙ্কারগুলোর ব্যবহৃত পথগুলো অবরোধ করে রাখায় দেশটিতে ভয়াবহ জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে।
রোববার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টার ওআরটিএমকে দেশটির শিক্ষামন্ত্রী আমাদু সাই সাভানে বলেছেন, সঙ্কটের কারণে পশ্চিম আফ্রিকার দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখবে। স্কুলগুলোর ১০ নভেম্বর পুনরায় খোলার কথা রয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে সশস্ত্র গোষ্ঠীগুলো জ্বালানি ট্যাঙ্কারের ব্যবহৃত পথগুলো অবরোধ করে রেখেছে। ফলে দেশটি তীব্র জ্বালানি সঙ্কটের মুখোমুখি হচ্ছে। রাজধানী বামাকোতে এর প্রভাব বেশি পড়েছে।
এতে গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং গণপরিবহন ও মোটরসাইকেল ট্যাক্সি সেবা প্রায় অচল হয়ে গেছে। ফলে বামাকোর জনাকীর্ণ রাস্তাগুলোও অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে পড়েছে।
এদিকে রাজধানীর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, জ্বালানি সংকটের কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা ক্যাম্পাসে পৌঁছাতে না পারার কারণে তারা ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে।
বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস ২৪ অক্টোবর ঘোষণা করেছে, জ্বালানি ঘাটতি ও ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে প্রয়োজন নেই এমন কূটনৈতিক কর্মী ও তাদের পরিবার মালি ত্যাগ করবে।
দূতাবাস আরো বলেছে, রাজধানীর বাইরে নিয়মিত বা জরুরি কনস্যুলার সেবা প্রদান করা সম্ভব নয় এবং দেশটিতে ভ্রমণবিষয়ক সতর্কতা বহাল রয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



