মরক্কোতে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৭

কর্তৃপক্ষের মতে, মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিপাতের পর ঐতিহাসিক পুরাতন শহরের কমপক্ষে ৭০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রোববার মরক্কোর সাফি শহর আকস্মিক বন্যার কবলে পড়ে
রোববার মরক্কোর সাফি শহর আকস্মিক বন্যার কবলে পড়ে |সংগৃহীত

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (১৫ ডিসেম্বর) রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, রোববার ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে দু’জনকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরের রাস্তা থেকে কাদাপানির স্রোতে গাড়ি ও আবর্জনা ভেসে যাচ্ছে।

কর্তৃপক্ষের মতে, মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিপাতের পর ঐতিহাসিক পুরাতন শহরের কমপক্ষে ৭০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

এক বিবৃতিতে সাফি গভর্নরেট জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে সুরক্ষিত করতে এবং বাসিন্দাদের সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

রাস্তাঘাটের ক্ষতির কারণে আটলান্টিক উপকূলের বন্দর নগরীতে আসা-যাওয়া করার বেশ কয়েকটি রুটে যান চলাচল বন্ধ করা হয়েছে।

কাসাব্লাংকা-ভিত্তিক সংবাদপত্র লে মাতিন জানিয়েছে, সাফির উত্তর-পূর্বে ২০.৫ কিলোমিটার দূরে অবস্থিত হ্রারা শহরকে সংযুক্তকারী প্রাদেশিক সড়ক ২৩০০ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকারী দলগুলো হতাহতদের অনুসন্ধানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে দেশটির আবহাওয়া পরিষেবা মঙ্গলবার দেশজুড়ে আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

সূত্র : আল জাজিরা