নাইজারের পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বন্দুক হামলায় ২২ জন নিহত হয়েছে। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে খৃষ্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে ও তাকুবাতের উপকণ্ঠে এ হামলা চালায়।
স্থানীয় গণমাধ্যম ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার আবিজান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সোমবার বুরকিনা ফাসো ও মালির কাছে টিলাবেরি অঞ্চলে এ হামলা চালানো হয়। আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)-এর সাথে যুক্ত গোষ্ঠীগুলো সেখানে সক্রিয় রয়েছে।
এলাকার এক বাসিন্দা এএফপিকে জানান, তাকুবাত গ্রামে একটি বাপ্তিস্ম অনুষ্ঠানে প্রথমে ১৫ জনকে গুলি করে হত্যা করা হয়। হামলাকারীরা মোটরসাইকেলে এসে এ হামলা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে আরেক বাসিন্দা বলেন, ‘হামলাকারীরা এরপর তাকুবাতের উপকণ্ঠে যেয়ে আরো সাতজনকে হত্যা করে।’
দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা নাইজারের সামরিক নেতারা, টিলাবেরিতে বিশাল সেনাবাহিনীর উপস্থিতি বজায় রাখা সত্ত্বেও জিহাদি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে লড়াই করেছেন।
গত সপ্তাহে এই অঞ্চলে প্রায় ২০ জন সৈন্য নিহত হয়েছে।
সূত্র : এএফপি/বাসস