সুদানের রাজধানীতে ভয়াবহ বন্যা, সরিয়ে নেয়া হলো ৫০০ পরিবার

সুদানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে রাজধানী খার্তুমের বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে উত্তর খার্তুমের ৫ শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সুদানের রাজধানীতে ভয়াবহ বন্যা
সুদানের রাজধানীতে ভয়াবহ বন্যা |আল জাজিরা

সুদানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে রাজধানী খার্তুমের বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে উত্তর খার্তুমের ৫ শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সুদানের সিভিল ডিফেন্স তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

খার্তুম থেকে আল জাজিরার প্রতিনিধি জানান, পানি ক্রমেই বাড়ছে। এতে আরো অনেক ঘর-বাড়ি প্লাবিত হচ্ছে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।

তিনি আরো জানান, স্থানীয় তরুণরা বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। যেমন পানিতে ঠেকানো যায়। তবে এতে খুব একটা উপকার দেখা যাচ্ছে না।

সুদানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সুনাকে খার্তুমের লোকালিটির নির্বাহী পরিচালক কামাল আওয়াদ আল কারিম বলেন, হোয়াইট ও ব্লু নদীর তীরের বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন। এর মধ্যে রয়েছে আল-রুমাইলা, আল-আজুজাব, দাজিব ও তুতি।

তবে তিনি বলছেন, এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে পানি বৃদ্ধি পাচ্ছে না।

এ সময় তিনি নাগরিকদের আহ্বান জানান, কেউ যেন ভীত না হয়ে পড়ে এবং তারা যেন অবকাঠামো মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে।

সূত্র : আল জাজিরা