সুদানের দারফুরে ড্রোন হামলায় নিহত ১০

সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধাসামরিক আরএসএফ-এর মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১০ হাজার মানুষ নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে রোববার উদ্ধারকর্মীরা জানিয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে, সে সর্ম্পকে কিছু উল্লেখ করা হয়নি।

এই হামলার মধ্যেই দেশের অন্য অংশে লড়াই আরো তীব্র হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে দক্ষিণের অবরুদ্ধ ও দুর্ভিক্ষকবলিত শহর কাদুগলি থেকে রোববার মানবিক সহায়তা কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১০ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর ফলে সৃষ্টি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি ও খাদ্য সংকট।

উত্তর দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল সুদানজুড়ে সহায়তা সমন্বয়কারী শতাধিক স্বেচ্ছাসেবী গোষ্ঠীর একটি। সংস্থাটি জানিয়েছে, শনিবার আরএসএফের নিয়ন্ত্রিত মালহা শহরের আল-হাররা বাজারে ড্রোন হামলা হয়। এতে ১০ জন নিহত হয়। হামলায় দোকানপাটে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে কারা এই হামলা চালিয়েছে, তাদের নাম তারা প্রকাশ করা হয়নি। এ বিষয়ে সুদানের সেনাবাহিনী কিংবা আরএসএফ কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বর্তমানে যুদ্ধের প্রধান কেন্দ্র দক্ষিণ করদোফান। রাজ্যের রাজধানী কাদুগলিতেও সংঘর্ষ বেড়েছে। গত সপ্তাহেই সেখানে একটি ড্রোন হামলায় শহর ছাড়তে চেষ্টা করা আটজন নিহত হয়।

কাদুগলিতে কাজ করা একটি মানবিক সংস্থার সূত্র এএফপিকে জানায়, নিরাপত্তাজনিত কারণে রোববার শহরটি থেকে সব সহায়তাকর্মীকে সরিয়ে নেয়া হয়েছে। ওই সূত্র আরো জানায়, জাতিসঙ্ঘ কাদুগলি থেকে তাদের লজিস্টিকস হাব সরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পর এই পদক্ষেপ আসে। তবে কর্মীরা কোথায় গেছেন, সূত্রটি তা জানায়নি।

সূত্র : বাসস