সুদানে বিদ্রোহী গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত শতাধিক বেসামরিক নাগরিক

সুদানের কর্ডোফান অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর ড্রোন হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সুদানে বিদ্রোহী গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত শতাধিক বেসামরিক নাগরিক
সুদানে বিদ্রোহী গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত শতাধিক বেসামরিক নাগরিক |সংগৃহীত

সুদানের কর্ডোফান অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর ড্রোন হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সুদান সঙ্ঘর্ষ তৃতীয় বছরে গড়িয়েছে। এরই মধ্যে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও সুদান সামরিক বাহিনীর লড়াই নতুন ভয়াবহ উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি একটি সেনা ঘাঁটি দখলে নিয়েছে আরএসএফ। এরপর থেকেই এর অন্তর্গত অঞ্চলগুলোকে ব্যাপকভাবে হামলা শুরু হয়েছে। নতুন এই লড়াইয়ে ইতোমধ্যে অন্তত ১০৪ জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে আরো হাজার হাজার মানুষ। এছাড়া ডেঙ্গুর প্রাদুর্ভাবে এবং স্থানীয় হাসপাতালগুলোকে বিধ্বস্ত হয়ে যাওয়ায় দারুণ চাপে পড়েছে বেসামরিক নাগরিকরা।

সূত্রটি আরো জানিয়েছে, মূল লড়াই এখন পশ্চিমের দারফুর থেকে কর্ডোফানের বিশাল কেন্দ্রীয় অঞ্চলে স্থানান্তরিত হয়েছে। সম্প্রতি দক্ষিণ কর্ডোফানের কালোগিতে একটি কিন্ডারগার্টেন এবং একটি হাসপাতাল ভয়ঙ্কর হামলার খবর পাওয়া গেছে। এতে ৪৩টি শিশু ও আটজন নারীসহ ৮৯ জন নিহত হয়েচে।

এদিকে, ১৩ ডিসেম্বর দক্ষিণ কর্ডোফানের রাজধানী কাদুগলিতে জাতিসঙ্ঘ মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হন। এছাড়া আরো ১২ জন আহত হয়েছেন। এর পরের দিন ১৪ ডিসেম্বর একটি সামরিক হাসপাতালে হামলা হয়। সেখানেও হতাহতের সংখ্যা অনেক। সুদান ডক্টরস নেটওয়ার্ক নয়জন নিহত এবং ১৭ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

সরকার-সমর্থিত সুদানী সশস্ত্র বাহিনী (এসএএফ) এই হামলার জন্য আরএসএফকে কে দায়ী করেছে। তবে আধাসামরিক গোষ্ঠীটি এখনো এই অভিযোগের কোনো জবাব দেয়নি।

সূত্র : আল জাজিরা