ইথিওপিয়ায় ট্রাক উল্টে ২২ অভিবাসনপ্রত্যাশী নিহত

ইথিওপিয়ায় ট্রাক উল্টে ২২ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬৫ জন আহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইথিওপিয়ার মানচিত্র
ইথিওপিয়ার মানচিত্র |সংগৃহীত

ইথিওপিয়ায় ট্রাক উল্টে ২২ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬৫ জন আহত হয়েছে। নিহত ও আহতরা সবাই ইথিওপিয়ার নাগরিক।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় আফার প্রদেশের সিমেরা শহরে এই ঘটনা ঘটে।

আফার পুলিশের জনসংযোগ বিভাগ ফেসবুকের এক পোস্টে জানিয়েছে, এই নাগরিকরা চোরাই পথে অবৈধভাবে প্রতিবেশী দেশ জিবুতির উদ্দেশে রওনা হয়েছিলেন। তারা স্থানীয় মানবপাচার দালালদের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন। এই ভ্রমণরুটের বিপদ সম্পর্কে তাদের কোনো পূর্ব ধারণা ছিল না।

তারা আরো জানিয়েছে, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে। প্রাদেশিক সরকার তাদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে।

উল্লেখ্য, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতি- পূর্ব আফ্রিকার এই চার দেশকে একত্রে বলা হয় ‘হর্ন অব আফ্রিকা’। এর মধ্যে ইথিওপিয়া, ইরিত্রিয়া স্থলবেষ্টিত দেশ। আর সোমালিয়া ও জিবুতির সাথে রয়েছে লোহিত সাগরের সংযোগ। লোহিত সাগরের উপকূল থেকে সাগরপথে ইয়েমেন কিংবা সৌদি আরবে পৌঁছানো সম্ভব।

সূত্র : আল জাজিরা