নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮

নাইজার স্টেট পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভারস (পিটিডি)-এর চেয়ারম্যান বলেন, ‘বেশিভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।’

নয়া দিগন্ত অনলাইন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) নাইজার রাজ্যের কাচা-আগাই সড়কের ভাঙাচোরা অংশে জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি উল্টে গেলে এর ভেতরের তেল ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলু অ্যাজেন্সিকে জানিয়েছেন, আশপাশের বাসিন্দারা তেল সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।

নাইজার স্টেট পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভারস (পিটিডি)-এর চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও সাংবাদিকদের বলেন, ‘বেশিভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।’

নাইজার কমান্ডের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার হাজিয়া আইশাতু সা’আদু জানান, কর্মকর্তারা এখনো দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। দুর্ঘটনার কারণে ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে ভয়াবহ যানজট তৈরি হয়েছে, বিশেষ করে খারাপ রাস্তা হওয়ার কারণে।

নাইজেরিয়ায় প্রায়ই জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। যা রাস্তার বেহাল দশা, বেপরোয়া গাড়ি চালানোর জন্য ঘটে থাকে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড