মরক্কোর উপকূলীয় শহরে আকস্মিক বন্যায় ২১ জনের মৃত্যু

ঐতিহাসিক এই পুরনো শহরের অন্তত ৭০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। এ সময় আহত হয়েছেন ৩২ জন।

নয়া দিগন্ত অনলাইন

মরক্কোর উপকূলীয় শহর সাফিতে রোববার (১৪ ডিসেম্বর) ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এতে আহত হয়েছেন আরো ৩২ জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরের রাস্তা দিয়ে কাদাযুক্ত পানির স্রোতে গাড়ি ও আবর্জনা ভেসে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক এই পুরনো শহরের অন্তত ৭০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হলেও তাদের অধিকাংশকেই ছেড়ে দেয়া হয়েছে।

এছাড়াও রাস্তাঘাটের ক্ষতির কারণে আটলান্টিক উপকূলের বন্দর নগরীতে আসা-যাওয়া করার বেশ কয়েকটি রুটে যান চলাচল বন্ধ করা হয়েছে।

সন্ধ্যার মধ্যেই পানি নেমে গিয়েছিল এবং মানুষ প্লাবিত এলাকা থেকে তাদের জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছিল। এক বাসিন্দা মারোয়ান তামার প্রশ্ন করেন, কেন সরকারি ট্রাকগুলো পানি সরানোর জন্য পাঠানো হয়নি?

উদ্ধারকারী দলগুলো হতাহতদের অনুসন্ধানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে দেশটির আবহাওয়া পরিষেবা মঙ্গলবার দেশজুড়ে আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

টানা সাত বছরের মতো তীব্র খরার সাথে লড়াই করা মরক্কোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা অস্বাভাবিক নয়। জেনারেল ডিরেক্টরেট অফ মেটিওরোলজি (ডিজিএম) জানিয়েছে, ২০২৪ সাল ছিল মরক্কোর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর। এ সময় গড় বৃষ্টিপাতের ঘাটতি ছিল ২৪.৭ শতাংশ।

সূত্র: এএফপি