কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলার মৃত্যুদণ্ড

তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও এম২৩ সশস্ত্র গোষ্ঠীর সাথে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলা
কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলা |সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে দেশটির সেনা আদালত মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে।

বুধবার (১ অক্টোবর) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও এম২৩ সশস্ত্র গোষ্ঠীর সাথে যোগাযোগ রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত দাবি করেছে। দেশের ক্ষতি করার জন্য তাকে ৩৩ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

এম২৩ কঙ্গোর বিস্তীর্ণ অঞ্চল দখল করে রেখেছে। রুয়ান্ডার মদতে তৈরি হওয়া এই গোষ্ঠীর সাথে কাবিলার সরাসরি যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। কঙ্গোয় নিয়মিত এম২৩ গোষ্ঠীর সাথে শাসকের লড়াই চলছে।