তিউনিসিয়ায় প্রেসিডেন্টের সমালোচনা করে পোস্ট দেয়ার এক ব্যক্তির মৃত্যুদণ্ড

তিউনিসিয়ার আদালতগুলোতে মাঝে মাঝে মৃত্যুদণ্ড দেয়া হলেও তিন দশকের বেশি সময় ধরে দেশটিতে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
তিউনিসিয়ায় প্রেসিডেন্ট কাইস সাইদ
তিউনিসিয়ায় প্রেসিডেন্ট কাইস সাইদ |সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় প্রেসিডেন্টকে অপমান ও রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দেশটির মানবাধিকার সংস্থার প্রধান ও ওই ব্যক্তির আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি ৫৬ বছর বয়সী সাবের শুশান পেশায় একজন দিনমজুর। তিনি গত বছর গ্রেফতারের আগে প্রেসিডেন্ট কাইস সাইদের সমালোচনা করে ফেসবুকে বেশ কিছু পোস্ট দিয়েছিলেন। তার আইনজীবী ওসামা বুথেলজা জানান, তিনি একজন সাধারণ নাগরিক, তার প্রাতিষ্ঠানিক শিক্ষাও খুবই সীমিত।

বুথেলজা বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। তবে এ বিষয়ে তিউনিসিয়ার বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তিউনিসিয়ার আদালতগুলোতে মাঝে মাঝে মৃত্যুদণ্ড দেয়া হলেও তিন দশকের বেশি সময় ধরে দেশটিতে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। এই রায় ঘোষণার পর তিউনিসিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। মানবাধিকারকর্মী ও সাধারণ নাগরিকেরা এর তীব্র নিন্দা জানান।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ ২০২১ সালে নির্বাচিত সংসদ ভেঙে দিয়ে শাসন শুরু করার পর থেকে বাকস্বাধীনতার ওপর বিধিনিষেধ কঠোর করা হয়। মানবাধিকার সংস্থাগুলো বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে আসছে।

সূত্র : রয়টার্স