ভারত-চীন ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ : শি জিনপিং

চীনের রাষ্ট্রপতির উষ্ণ বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন বেইজিং ও নয়াদিল্লি প্রায় চার বছরের সীমান্ত উত্তেজনার পর তাদের সম্পর্ক পুনঃস্থাপন করছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারত ও চীন সম্পর্ক উন্নয়ন করছে
ভারত ও চীন সম্পর্ক উন্নয়ন করছে |নয়া দিগন্ত

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেছেন, বেইজিং ও নয়াদিল্লি ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’। সোমবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিশেষ শুভেচ্ছা বার্তায় একথা বলেন শি।

চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার সংবাদে বলা হয়, বিশেষ শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বলেন, গত এক বছরে চীন-ভারত সম্পর্ক উন্নতি ও বিকাশ অব্যাহত রেখেছে এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা এবং প্রচারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চীনের রাষ্ট্রপতির উষ্ণ বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন বেইজিং ও নয়াদিল্লি প্রায় চার বছরের সীমান্ত উত্তেজনার পর তাদের সম্পর্ক পুনঃস্থাপন করছে। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় সৈন্য ও চারজন চীনা সৈন্যও নিহত হয়েছিল। এরপর থেকে দু’দেশের মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি ছিল।

২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর, ভারত চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া জায়ান্ট টিকটক নিষিদ্ধ করে এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে চীনা বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

তবে, দুই প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য অব্যাহত ছিল, বার্ষিক ১৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।

সূত্র : আলজাজিরা