ট্রাম্পের হুমকির মুখে কলম্বিয়ার সামরিক সহায়তা চাইলেন নিকোলাস মাদুরো

‘যতক্ষণ না পর্যন্ত ভেনেজুয়েলা সেইসব তেল, ভূমি ও অন্যান্য সম্পদ ফিরিয়ে না দিবে যেগুলো তারা আমাদের কাছ থেকে চুরি করেছিল, ততক্ষণ সামরিক চাপ বাড়তেই থাকবে।’ সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

নয়া দিগন্ত অনলাইন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো |সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রতিবেশী দেশ কলম্বিয়ার কাছে জরুরি সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

আনাদোলু অ্যাজেন্সির সংবাদ অনুযায়ী, বুধবার (১৭ ডিসেম্বর) মাদুরো সহযোগিতা চেয়ে ওই আহ্বান জানান।

মাদুরো বলেন, ‘আঞ্চলিক শান্তি ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় নিশ্চয়তা হলো ‘মিত্র দেশগুলোর মধ্যে ঐক্য’। আমি বিশেষভাবে কলম্বিয়ার সশস্ত্র বাহিনীকে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, যাতে যেকোনো বিদেশী হস্তক্ষেপ প্রতিহত করা যায়।’

কলম্বিয়ার জনগণ, তাদের সামাজিক আন্দোলন ও সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে মাদুরো বলেন, ‘আমি ভেনেজুয়েলার সাথে নিখুঁত ঐক্যের জন্য তাদের ডাকছি, যাতে কেউ আমাদের দেশগুলোর সার্বভৌমত্বে হাত দেয়ার সাহস না পায়।’

মাদুরোর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নামে আমেরিকার তেল, ভূমি ও অন্যান্য সম্পদ চুরির যে অভিযোগ তুলেছেন তা যুদ্ধ উসকে দেয়ার চেষ্টা ও ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ। যার লক্ষ্য সরকার পরিবর্তন।

মাদুরো তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ট্রাম্পের ওই অভিযোগের উদ্দেশ্য হলো একটি পুতুল সরকার চাপিয়ে দেয়া, যা ৪৭ ঘণ্টাও টিকবে না। ওই সরকার আমাদের সংবিধান ও সম্পদ তুলে দেবে এবং ভেনেজুয়েলাকে একটি উপনিবেশে পরিণত করবে। এটা কখনোই হবে না।’

মঙ্গলবার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন ট্রাম্প মাদুরো সরকারকে ‘ফরেন টেররিস্ট অর্গানাইজেশন (এফটিও)’ বা বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার হুমকি দেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প দাবি করেন, দক্ষিণ আমেরিকার দেশটিকে ঘিরে একটি বিশাল নৌবহর মোতায়েন করা হয়েছে।

ট্রাম্প লেখেন, ‘দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। এই নৌবহর আরো বড় হবে এবং তাদের ওপর যে ধাক্কা আসবে তা তারা আগে কখনো দেখেনি।’

ট্রাম্প আরো লেখেন, ‘যতক্ষণ না পর্যন্ত ভেনেজুয়েলা সেইসব তেল, ভূমি ও অন্যান্য সম্পদ ফিরিয়ে না দিবে যেগুলো তারা আমাদের কাছ থেকে চুরি করেছিল, ততক্ষণ সামরিক চাপ বাড়তেই থাকবে।’

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি