রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

যুদ্ধ বন্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেন : উইটকফ

‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রক্রিয়ার পক্ষে আলোচনা কীভাবে বাস্তবভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়েই আমরা গুরুত্ব দিয়েছি। এর মধ্যে রয়েছে নিরাপত্তা নিশ্চয়তা জোরদার করা এবং যুদ্ধ শেষ করতে ও তা যেন আবার শুরু না হয় সে জন্য কার্যকর সঙ্ঘাত নিবারণ ব্যবস্থা গড়ে তোলা।’

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার (৩১ ডিসেম্বর) বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউরোপীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ইউক্রেনের শীর্ষ আলোচকের সাথে একটি ‘ফলপ্রসূ আলাপ’ করেছেন।

উইটকফ জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সাথে যুক্ত হয়ে যুক্তরাজ্যের জোনাথন পাওয়েল, ফ্রান্সের ইমানুয়েল বোন, জার্মানির গুন্টার সাউটার ও ইউক্রেনের রুস্তেম উমেরভের সাথে আলোচনায় অংশ নেন।

উইটকফ মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সে বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রক্রিয়ার পক্ষে আলোচনা কীভাবে বাস্তবভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়েই আমরা গুরুত্ব দিয়েছি। এর মধ্যে রয়েছে নিরাপত্তা নিশ্চয়তা জোরদার করা এবং যুদ্ধ শেষ করতে ও তা যেন আবার শুরু না হয় সে জন্য কার্যকর সঙ্ঘাত নিবারণ ব্যবস্থা গড়ে তোলা।’

তিনি আরো বলেন, ‘ইউক্রেনের জন্য একটি সমৃদ্ধি প্যাকেজ, দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনের জন্য একটি যৌথ রোডম্যাপ নিয়েও আমরা মতবিনিময় করেছি।’

উইটকফ বলেন, ‘আরো অনেক অতিরিক্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং নতুন বছরে আমরা এই গুরুত্বপূর্ণ কাজ ও সমন্বয় অব্যাহত রাখব।’

গত রোববার (২৮ ডিসেম্বর) ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে সাক্ষাৎ করেন। ট্রাম্প বৈঠকটিকে চমৎকার বলে বর্ণনা করেন এবং বলেন, ‘শান্তি চুক্তির পথে খুব অল্প কিছু অমীমাংসিত বিষয়ই বাকি রয়েছে।’

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি