বিশ্বজুড়ে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবায় ‘বিরল’ বিভ্রাট

স্থানীয় সময় বেলা ৩টার দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্টারলিংক ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। প্রায় ৬১ হাজার ব্যবহারকারী ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটার কথা রিপোর্ট করেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

বিশ্বের অন্যতম ধনকুবের ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট পরিষেবায় বৃহস্পতিবার বিশ্বজুড়ে ‘বিরল’ বিভ্রাট দেখা দিয়েছে। একটি অভ্যন্তরীণ সফটওয়্যারে সমস্যা হওয়ার কারণে স্টারলিংক ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। স্টারলিংকের শক্তিশালী স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থায় এমন বিঘ্ন সাধারণত দেখা যায় না।

ইন্টারনেট পরিষেবা বিঘ্নের বিষয়টি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর জানিয়েছে, স্থানীয় সময় বেলা ৩টার দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্টারলিংক ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। প্রায় ৬১ হাজার ব্যবহারকারী ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটার কথা রিপোর্ট করেছে।

প্রায় ১৪০টি দেশ ও অঞ্চলে ৬০ লাখেরও বেশি স্টারলিংক ব্যবহারকারী রয়েছে। স্টারলিংকের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ইন্টারনেট পরিষেবা বিঘ্নের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা এর সমাধান করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

স্টারলিংক ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলাস এক্সে জানান, স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা আড়াই ঘন্টা পরে পুনরায় চালু হয়। তিনি ইন্টারনেট পরিষেবায় বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করে বলেন, মূল নেটওয়ার্ক পরিচালনাকারী গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সফ্টওয়্যার পরিষেবায় ব্যর্থতার কারণেই এই বিভ্রাট ঘটে। মূল কারণ খুঁজে বের করার প্রতিশ্রুতিও দেন তিনি।

ইলন মাস্ক নিজেও ইন্টারনেট পরিষেবায় বিঘ্ন ঘটায় দুঃখপ্রকাশ করেন। তিনি এক্সে এক বার্তায় লেখেন, বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এর মূল কারণ খুঁজে বের করে সমাধান করবে, যাতে ভবিষ্যতে এমন আর না ঘটে।

সূত্র : রয়টার্স