জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি আবারো দলীয় প্রধান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নেপালের কমিউনিস্ট পার্টি ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) সদস্যরা তাকে দলের নেতৃত্বে বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।
এর ফলে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া দেশটির জাতীয় নির্বাচনে দলের প্রস্তুতির তত্ত্বাবধান করবেন অলি।
রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত দু’ দিনের সাধারণ সম্মেলনে ভোটের মাধ্যমে অলিকে দলীয় প্রধান নির্বাচন করেছেন সিপিএন-ইউএমএল সদস্যরা।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দলটির প্রচার বিভাগের প্রধান রাজেন্দ্র গৌতম বলেন, ‘দলের প্রধান নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পোখরেলের তুলনায় প্রায় তিন গুণ বেশি ভোট পেয়েছেন অলি। দেশটির সাবেক প্রধানমন্ত্রী অলি পেয়েছেন এক হাজার ৬৬৩ ভোট, অন্যদিকে পোখরেল পেয়েছেন মাত্র ৫৬৪ ভোট।
এর আগে, সেপ্টেম্বরে জেন-জি নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের পর ৭৩ বছর বয়সী প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে ২০২৬ সালের ৫ মার্চের নির্বাচন পর্যন্ত নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়।
ওই আন্দোলনে অলি সরকারের পতন হয় এবং চারবারের প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করেছিলেন। তিনি তার পদত্যাগপত্রে লেখেন, তার সরে দাঁড়ানো রাজনৈতিক সমাধান ও সমস্যার নিষ্পত্তির পথে সহায়ক হবে বলে তিনি আশা করেন।
সূত্র: এএফপি



