রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ বিশ্বাস করে যে ইউক্রেন যুদ্ধে তারা জিতবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করে জানিয়েছেন, কিয়েভ ‘যেকোনো মূল্যে’ শান্তিচুক্তি গ্রহণ করবে না।
ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার প্রায় চার বছর পর বুধবার (৩১ ডিসেম্বর) জাতির উদ্দেশ্যে নববর্ষ উপলক্ষে দেয়া ভাষণে পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ ‘বীরদের’ সমর্থন করার আহ্বান জানিয়েছেন। যেখানে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রুশ সৈন্যরা নৃশংস আক্রমণ চালিয়ে আসছেন।
পুতিন বলেন, ‘আমরা তোমাদের এবং আমাদের বিজয়ে বিশ্বাস করি। যদিও সম্মিলিত শান্তি আলোচনা এবং তীব্র লড়াইয়ের মধ্যে সংঘাতের ফলাফল এখনো নির্ধারিত হয়নি।’
ইউরোপের আশঙ্কা, শিগগিরই যদি ক্রেমলিনের যুদ্ধ শেষ না হয় তবে সংঘাত ইউক্রেনের সীমানা ছাড়িয়ে যেতে পারে।
এদিকে নববর্ষের ভাষণে জেলেনস্কি বলেছেন, তার দেশ শান্তি চায়, কিন্তু তিনি কোনো ‘দুর্বল’ চুক্তিতে স্বাক্ষর করবেন না। তিনি বলেন, ‘আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান চাই না।’
জেলেনস্কি পুনর্ব্যক্ত করেছেন যে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর একটি শান্তি চুক্তির ৯০ শতাংশ প্রস্তুত ছিল, তবে কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে।
সূত্র: আল জাজিরা



