গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা হয়নি : ন্যাটো মহাসচিব

ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, ট্রাম্পের সাথে বৈঠকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি; আলোচনার মূল বিষয় ছিল আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ও সেখানে চীন-রাশিয়ার তৎপরতা।

নয়া দিগন্ত অনলাইন
ন্যাটো মহাসচিব মার্ক রুটে
ন্যাটো মহাসচিব মার্ক রুটে |সংগৃহীত

ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্বের প্রশ্নটি আলোচনায় আসেনি।

ডাভোস থেকে এএফপি জানায়, ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে দেয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে রুটে ট্রাম্প ঘোষিত কথিত ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তি সম্পর্কে খুব কম তথ্য দেন।

তিনি বলেন, ‘আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করার জন্য একটি ভালো সমঝোতায় পৌঁছেছি।’ এ সময় তিনি এএফপিকে আগে দেয়া মন্তব্যের পুনরাবৃত্তি করে জানান, প্রকৃত কোনো চুক্তিতে পৌঁছাতে এখনো অনেক কাজ বাকি।

রুটে বলেন, ‘এর অর্থ হলো ন্যাটো এবং ন্যাটোর সম্মিলিত সক্ষমতা ব্যবহার করে কিভাবে পুরো আর্কটিক অঞ্চলকে নিরাপদ রাখা যায়, সে বিষয়ে আমরা একমত হয়েছি।’

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ড কি ডেনমার্কের অংশ হিসেবেই থাকবে। জবাবে রুটে বলেন, ‘আজ রাতে প্রেসিডেন্টের সাথে আমার আলোচনায় এই বিষয়টি আর উত্থাপিত হয়নি।’

তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্টের মূল মনোযোগ ছিল দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং চীন ও রাশিয়ার তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে বিশাল আর্কটিক অঞ্চলকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এটিই।’

সূত্র : বাসস