থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের উপর নির্মাণাধীন প্রকল্পের ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬৬ জন।
বুধবার (১৪ জানুয়ারি) বিবিসির এক রিপোর্টে এ তথ্য জানানো হয়।
এর আগে, সকালে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিউ জেলায় এ দুর্ঘটনা ঘটে। ১৭১ জন যাত্রী নিয়ে ট্রেনটি রাজধানী ব্যাংকক থেকে উবোন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি শিখিউ জেলায় পৌঁছালে দ্রুতগতির রেল সেতু তৈরিতে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনের একটি বগির উপরে পড়ে যায়। ক্রেনের ধাক্কায় ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয় এবং আগুন লেগে যায়।
পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনায় থাইল্যান্ডের রাষ্ট্রায়ত্ত রেলওয়ে সংস্থা তদন্ত শুরু করেছে এবং দায়ী নির্মাণ কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ঘোষণা দিয়েছে।
থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
সূত্র : বিবিসি



