ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিধসে আটকা পড়ে ২৩ সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
গত শনিবার ভোরে জাভার বান্দুং বারাত অঞ্চলের পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে। এর একদিন আগে থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে এই ভূমিধস হয়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পাহাড়ি এলাকায় গ্রামটি অবস্থিত।
নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তুংগুল জানিয়েছেন, শনিবার ইন্দোনেশিয়া-পাপুয়া নিউগিনি সীমান্তে টহল দলের প্রশিক্ষণ অনুশীলনের সময় ভূমিধস ঘটে। এ সময় ২৩ জন সেনা সদস্য আটকা পড়েন। তিনি বলেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে।’
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে এবং ৪২ জন এখনো নিখোঁজ রয়েছেন। তবে এদের মধ্যে নিহত সেনা সদস্যদের সংখ্যা অন্তর্ভুক্ত কিনা তা এখনো স্পষ্ট নয়।
নিখোঁজদের খুঁজে বের করার জন্য কমপক্ষে ৮০০ উদ্ধারকারী, সামরিক ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার কাজে নয়টি খনন যন্ত্র ব্যবহার করা হচ্ছে। আব্দুল মুহারি বলেন, ক্ষতিগ্রস্ত গ্রামের ৬৮৫ জন বাসিন্দাকে স্থানীয় সরকারি ভবনে নেয়া হয়েছে।
গত সপ্তাহে ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি অংশ বন্যার কবলে পড়ে, যার মধ্যে জাকার্তা, পশ্চিম জাভা ও মধ্য জাভার কিছু শহর অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: রয়টার্স



