ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য বিক্রি করতে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে পশুর হাটে তোলা হয়েছে তিনটি উট। উটগুলো দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ ও ক্রেতারা, নজর কাড়ছে ক্রেতাদের।
প্রতিবছর দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আকর্ষনীয় পশু নিয়ে আসেন বিক্রেতারা। কোরবানি উপলক্ষে পশু ক্রয় ও বিক্রয় করতে নানান প্রান্ত থেকে লোকজন ভিড় করে এই বাজারে। কেউ কেউ আকর্ষণীয় ও নজর কাড়া পশু সর্বোচ্চ দামে ক্রয় করে থাকেন।
যশোরের শার্শার বেনাপোল পুইখালীর বাসিন্দা উট ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, ‘বাজারে উটগুলোর প্রতিটার দাম বলেছি ৩৫ লাখ টাকা। এর কিছুটা কম হলেও বিক্রি করে দেব।’
এই বিক্রেতা বলেন, সাতটি উট জাহাজে করে সৌদি আরব থেকে এক বছর আগে এনেছি। উটগুলো আমার খামারে লালন-পালন করেছি কোরবানির ঈদে বিক্রি করার জন্য। আশা করছি, ভালো দামে বিক্রি করতে পারব।
তিনি আরো বলেন, ২০ লাখ পর্যন্ত দাম উঠেছে কিন্তু এ দামে দেয়ার প্রশ্নই উঠে না। এতে আমার কেনা দামও থাকবে না। তবে আশানুরূপ দাম পেলে বিক্রি করে দেব।
বাজার ঘুরে দেখা গেছে, বাজারে আসা ক্রেতা ও দর্শকরা উটের সাথে ছবি তুলছেন। অনেক মিডিয়া আসছে। আবার কেউ কেউ ফেসবুকে উটের ছবি আর ভিডিও দিচ্ছেন। এছাড়াও চট্টগ্রামের এই বাজারে দেশী-বিদেশী নানান জাতের গরু আনা হয়েছে।