রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে

পিআইবি’র ‘বাংলাফ্যাক্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-সেপ্টেম্বর মেয়াদে এআই-সৃষ্ট অপতথ্য সবচেয়ে বেশি ছড়িয়েছে রাজনৈতিক দল, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে; আওয়ামী লীগকে ইতিবাচক, অন্য দল ও বাহিনীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’-এর লোগো
ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’-এর লোগো |সংগৃহীত

রাজনৈতিক দল, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে এআই-সৃষ্ট অপতথ্য সবচেয়ে বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায়, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ইন্টারনেটে ছড়ানো এআই কনটেন্ট বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগকে নিয়ে প্রচারিত কনটেন্টগুলোর প্রায় সবকটিতেই দলটির ভাবমূর্তি ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল, সরকার ও বাহিনী (পুলিশ ও সেনাবাহিনী) নিয়ে ছড়ানো এআই-সৃষ্ট কনটেন্টগুলো ছিল মূলত নেতিবাচক।

বাংলাফ্যাক্টের তথ্য মতে, গত এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম এবং দেশটি থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম এবং এ দেশের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে গুজব, ভুয়া খবর ও অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব ভুয়া তথ্যের মধ্যে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। প্রতিষ্ঠানটি বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করছে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে।

সূত্র : বাসস