পুরোনো ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্ব পালনকারী স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ।
সংস্থাটি জানায়, সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সদস্যের ওপর হামলার ছবি প্রচার করা হচ্ছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি আসলে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বরের।
ফ্যাক্টওয়াচ আরো জানায়, ২৩ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে এখনো উত্তেজনা বিরাজ করে। এরই পরিপ্রেক্ষিতে দাবি করা হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। কিন্তু যে ছবি প্রচারিত হচ্ছে, সেটি দু’বছর আগের ঘটনা।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, রিভার্স ইমেজ সার্চে ছবিটি প্রথম পাওয়া যায় একটি ফেসবুক পোস্টে, যা ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর শেয়ার করা হয়েছিল। সেখানে উল্লেখ ছিল, খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র ওপর হামলা চালিয়ে দুই হুন্ডি ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়া হয় এবং এ ঘটনায় কয়েকজন বিজিবি সদস্য আহত হন। একই ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়।
ফ্যাক্টওয়াচের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ওই ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করে সাড়ে ১২ লাখ টাকা জব্দ করেন। পরে তাদের গাড়ি আটকে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং পাঁচ সদস্য আহত হন।
অন্যদিকে, চলতি বছর ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলায় ধর্ষণের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৮ সেপ্টেম্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
ফ্যাক্টওয়াচ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছবিটি সাম্প্রতিক ঘটনার নয়। এটি পুরোনো ছবি, যা ভুলভাবে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সংস্থাটি ছবিটির ভিত্তিতে করা দাবিকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে শনাক্ত করেছে।
সংস্থাটি আরো জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। এগুলো প্রতিরোধে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরতে কাজ করছে ফ্যাক্টওয়াচ। সূত্র : বাসস