কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের স্ত্রীর মনোনয়ন সংগ্রহের দাবিটি ভুয়া

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসান মুন্সী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন- এমন দাবি ভুয়া। বাস্তবে ওই আসনে কোনো নারী প্রার্থীই মনোনয়ন তোলেননি।

নয়া দিগন্ত অনলাইন
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের স্ত্রীর মনোনয়ন সংগ্রহের দাবিটি ভুয়া
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের স্ত্রীর মনোনয়ন সংগ্রহের দাবিটি ভুয়া |সংগৃহীত

ঋণখেলাপীর তথ্য গোপন রাখার অভিযোগে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরই পরিপ্রেক্ষিতে, ‘কুমিল্লা ৪ থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী “মাজেদা আহসান মুন্সী” মনোনয়ন তুলেছিলেন স্বতন্ত্র হিসেবে। মঞ্জুর মুনসির প্রার্থিতা আপিলেও বাতিল হলে তার স্ত্রী নির্বাচন করবেন। স্বতন্ত্র হলেও তখন তিনিই ধানের শীষের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবেন।’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসান মুন্সী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তোলার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ওই আসন থেকে আটজনের মধ্যে কোনো নারী মনোনয়ন তোলেননি।

শুরুতে আলোচিত পোস্টগুলোতে সূত্র হিসেবে জাতীয় দৈনিক ইনকিলাবের একটি সংবাদের স্ক্রিনশট প্রচার হতে দেখা যায়। এতে দাবি করা হয়েছে, ‘এদিকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসান মুন্সী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এবং তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।

আজ শনিবার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এমন অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী মাজেদা আহসান মুন্সীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। শেষ পর্যন্ত তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও তিনি বিএনপি’র প্রার্থী হিসেবেই পরিচিতি পাবেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও মাজেদা আহসান মুন্সী বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।’

তবে অনুসন্ধানে এমন কোনো সংবাদ গণমাধ্যমটির ওয়েবসাইটে পাওয়া যায়নি। এরপর, আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধান করা হয়। শুরুতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কুমিল্লা-৪ আসনে মনোনয়ন তোলা প্রার্থীদের তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, ওই আসন থেকে আটজন মনোনয়ন তুলেছিলেন। যার মধ্যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ মনোনয়ন তুলেননি।

সুতরাং, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

সূত্র : রিউমর স্ক্যানার