ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু

ডেইলি স্টারের এই প্রত্যক্ষদর্শীরা কারা?

রিপোর্টের ভেতরে পুলিশ যে এই ঘটনাকে 'হত্যাকাণ্ড' বলেছে তার কোনো উল্লেখ নেই। পুলিশের যে বক্তব্য দেয়া হয়েছে তাতে হত্যাকাণ্ড বলে নিশ্চিত করা হয়নি।

কদরুদ্দীন শিশির
কদরুদ্দীন শিশির
কদরুদ্দীন শিশির |ফেসবুক

দিনাজপুরের ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনাটি ভারতের মিডিয়াতে মূলত ডেইলি স্টারের বরাতে প্রকাশিত হয়েছে।

কিন্তু ডেইলি স্টারের এই সংক্রান্ত ''Hindu community leader 'beaten to death after abduction' in Dinajpur'' শিরোনামের রিপোর্টটি পড়ে এবং একই খবর প্রথম আলোসহ বাংলাদেশের আরও কয়েকটি সংবাদমাধ্যমে পড়ে কয়েকটি প্রশ্ন জাগলো।

ডেইলি স্টার তাদের রিপোর্টের ইন্ট্রোতে লিখেছে, "A man in Dinajpur's Biral upazila was allegedly abducted from his home and beaten to death yesterday afternoon, according to police and family members.:

অর্থাৎ, এই প্যারা পড়ে মনে হবে যে, ভবেশকে অপহরণ এবং হত্যা করার বিষয়টি তার পরিবার এবং পুলিশ উভয়ে জানিয়েছে। কিন্তু রিপোর্টের ভেতরে পুলিশ যে এই ঘটনাকে 'হত্যাকাণ্ড' বলেছে তার কোনো উল্লেখ নেই। পুলিশের যে বক্তব্য দেয়া হয়েছে তাতে হত্যাকাণ্ড বলে নিশ্চিত করা হয়নি।

আবার একটি প্যারায় ডেইলি স্টার প্রত্যক্ষদর্শীর বরাতে লিখেছে, "Witnesses reported seeing the men take him to Narabari village, where he was brutally assaulted."

মানে, ডেইলি স্টার এমন একাধিক প্রত্যক্ষদর্শীর (Witnesses) সাথে কথা বলেছে যারা নিজেরা দেখেছেন ভবেশকে নাড়াবাড়ি গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে এবং নির্মমভাবে পেটানো হয়েছে।

এই ঘটনায় প্রথম আলোসহ আরও বেশ কয়েকটি বাংলাদেশি সংবাদমাধ্যমের রিপোর্ট পড়লাম। কেউ কোন প্রত্যক্ষদর্শীর বিবরণ দিতে পারেনি।

প্রথম আলোর রিপোর্টে ভবেশের স্ত্রীর বক্তব্য থেকে বুঝা যাচ্ছে, ভবেশকে অপহরণ করা হয়নি, তিনি স্বেচ্ছায় গিয়েছেন। অপহরণ মনে করলে তার স্ত্রী ও পরিবার তাদের সামনে দিয়ে কয়েকজন তার স্বামীকে নিয়ে যাওয়ার পর থেকে অসুস্থতার খবর পাওযার আগ পর্যন্ত বসে থাকার কথা নয়।

আবার প্রথম আলোর রিপোর্ট থেকে 'অস্বাভাবিক মৃত্যু'র বিষয়টি স্পষ্ট হলেও 'পিটিয়ে হত্যা'র বিষয়ে কোন বর্ণনা নেই।

অন্যদিকে ময়নাতন্ত রিপোর্টের বরাতে পুলিশ জানাচ্ছে, মৃতের শরীরে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি।

'অপহরণ'

'নির্মমভাবে পেটানো'

'হত্যাকাণ্ড'

'শরীরে আঘাত'

উপরের এই ৪টি পয়েন্টে ডেইলি স্টারের নামহীন প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং প্রথম আলোর রিপোর্টের তথ্য, ময়নাতদন্ত রিপোর্ট বিষয়ে পুলিশের দাবির মধ্যে বেশ গরমিল দেখা যাচ্ছে।

যেহেতু ডেইলি স্টার একাধিক প্রত্যক্ষদর্শী পেয়েছে এই হত্যাকাণ্ডের, ফলে তাদের প্রত্যক্ষদর্শীদের নামপরিচয় প্রকাশ করা উচিত। আমরা পাঠক হিসেবে জানতে চাই ওই প্রত্যক্ষদর্শী কারা যারা দেখেছেন ভবেশকে অপহরণের পর নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

Daily-Star