ফ্যাক্টচেক
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভাঙা নিয়ে অপপ্রচার শনাক্ত
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভাঙার খবরকে কেন্দ্র করে ছড়ানো অপপ্রচার ফ্যাক্টচেকে শনাক্ত হয়েছে; বাস্তবে এটি ঢাকা-সিলেট হাইওয়ে সম্প্রসারণের কাজের জন্য সাময়িক ভাঙা হয়েছে এবং কাজ শেষে পুনঃস্থাপন করা হবে।
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের স্ত্রীর মনোনয়ন সংগ্রহের দাবিটি ভুয়া
কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসান মুন্সী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন- এমন দাবি ভুয়া। বাস্তবে ওই আসনে কোনো নারী প্রার্থীই মনোনয়ন তোলেননি।
ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত
ভিন্ন ঘটনার ভিডিওকে ময়মনসিংহের একটি হত্যাকাণ্ডের সাথে জুড়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হয়েছে বলে ফ্যাক্টওয়াচ শনাক্ত করেছে। অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি ঢাকার পুরোনো একটি ঘটনার, দাবি করা তথ্যটি ভুয়া।
আনন্দবাজার ও এই সময়-এর অনলাইনে ভিত্তিহীন সংবাদ শনাক্ত
বাংলাফ্যাক্ট জানিয়েছে, নর্থ ইস্ট নিউজের পুরনো ষড়যন্ত্র তত্ত্ব পুনরাবৃত্তি করে আনন্দবাজার ও এই সময় অনলাইন ভিত্তিহীন ও ভুয়া সংবাদ প্রকাশ করেছে, যা উদ্দেশ্যমূলক অপপ্রচার।
খালেদা জিয়ার পুরোনো বক্তব্য এডিট করে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত
বেগম খালেদা জিয়ার ২০১৫ সালের পুরোনো বক্তব্য এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
সালাহউদ্দিন আহমেদের নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত
সালাহউদ্দিন আহমেদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি মন্তব্য ভুয়া বলে শনাক্ত করেছে পিআইবির বাংলাফ্যাক্ট। যাচাইয়ে প্রমাণ হয়েছে, তিনি এমন কোনো বক্তব্য দেননি- বিএনপির মিডিয়া সেলও তা নিশ্চিত করেছে।
ভুয়া ফটোকার্ড দিয়ে রাজনৈতিক দলের নামে বিভ্রান্তি
ফ্যাক্টওয়াচ জানিয়েছে, গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে জামায়াত ও শিবিরকে ঘিরে বিভ্রান্তিকর রাজনৈতিক ক্যাম্পেইন চালানো হচ্ছে; যাচাইয়ে সব ফটোকার্ডই ভুয়া প্রমাণিত হয়েছে।
ট্রাম্পের ছেলের গাড়িবহরের ভিডিও আ’লীগের বলে অপপ্রচার
ট্রাম্প জুনিয়রের ভারত সফরের ভিডিওকে ‘আওয়ামী লীগের কলকাতা মিটিং’ বলে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছিল- ফ্যাক্টওয়াচ যাচাই করে এটিকে ভুয়া দাবি হিসেবে চিহ্নিত করেছে।
হাসিনার রায় নিয়ে বিবৃতিতে শিক্ষকদের সম্মতি ছাড়াই নাম ব্যবহার
শেখ হাসিনার রায় নিয়ে প্রকাশিত বিবৃতিতে ১০০১ শিক্ষকের নাম ব্যবহার করা হলেও বেশ কয়েকজন অভিযোগ করেছেন, তাদের সম্মতি ছাড়াই তালিকায় নাম যুক্ত করা হয়েছে, যা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
ফেসবুকে আওয়ামী লীগের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা
পিআইবির বাংলাফ্যাক্ট জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রোপাগান্ডামূলক পেজ ও অ্যাকাউন্ট থেকে ভুয়া খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে।










