গণেশচতুর্থী একটি হিন্দু উৎসব, যা হিন্দু দেবতা গণেশের জন্মদিন হিসেবে পালিত হয়। আর দিবসটি পালনের লক্ষ্যে ‘গণপতি বাপ্পা মোরয়া’ বলতে রাজি না হওয়ায় হত্যার হুমকি পাচ্ছেন ভারতীয় অভিনেতা আলি গনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি এমনই দাবি করেছেন ওই অভিনেতা। তবে, এ কারণে দমে যাননি আলি। জানিয়েছেন, ‘তার ধর্মে পুজোপাঠের অনুমতি নেই।’
তিনি বলেন, ‘আমাকে লোকে খুনের হুমকি দিচ্ছে। আমি সাধারণ একটা কথা বলেছি। আমি মুসলমান বলে আমাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। যে হিন্দু, বাড়িতে গণপতির পূজা করেন না, তাদের তো কিছু বলা হয় না!’
শুধু তাই নয়; এ কারণে হত্যার হুমকি দেয়া হচ্ছে তার পরিবারকেও। এর পরিপ্রেক্ষিতে পাল্টা হুমকি দিয়ে আলি বলেন, ‘আমার মা-বোন ও জেসমিনকে (প্রেমিকা) নিয়ে কেউ কটূ কথা বললে গরদান কেটে হাতে দিয়ে দেব। এসব সহ্য করব না।’
গত মাসের শেষদিকে, মুম্বাইয়ে এক বন্ধুর বাড়ির গণেশপূজায় অভিনেত্রী জেসমিন ভসীনের সাথে উপস্থিত ছিলেন আলি গনি। সেখানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সকলে গণেশের নাম জপলেও আলি চুপ করে রয়েছেন। এমনকি জেসমিন তাকে ‘গণপতি বাপ্পা মোরয়া’ রব তুলতে বললেও তিনি চুপ করে থাকেন। এ সময় তাকে চুইংগামের মতো কিছু একটা চিবোতে দেখা যায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই মূলত উগ্র হিন্দুত্ববাদীরা আলিকে নিশানা বানায় এবং হত্যার হুমকি দেয়।
তবে, মুসলিম হয়েও ভিন্নধর্মাবলম্বী নারীর সাথে সম্পর্কে জড়ানোর কারণে আলি ভারতীয় মুসলমানদের কাছেও বেশ সমালোচিত। এরমধ্যে কিছুদিন আগে, হিজাব পরিহিত জেসমিনকে নিয়ে মদিনায় ঘুরতে যান আলি। এতে ফের সমালোচনার মুখে পড়েন তিনি। এভাবে ভিন্নধর্মাবলম্বী কাউকে পবিত্র মদিনায় প্রবেশ করানোর জন্য সমালোচনার শিকার হন আলি।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি, আমার বোন ও জেসমিন মদিনা গিয়েছিলাম। সেখানে তাদের ওই পোশাক ছাড়া ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তখন পাশের দোকান থেকে আবায়া (বোরখা) কিনে পরিধান করে ওরা।’