নামাজ পড়লেও গরুর গোশত খান না সালমানের বাবা

‘ইন্দোর থেকে আজ পর্যন্ত, আমরা কখনো গরুর গোশত খাইনি। অনেকে খান। কারণ, তা খুবই সস্তা। অনেকে আবার পোষ্য কুকুরকে খাওয়ানোর জন্য গরুর গোশত কেনেন।’

বাবা সেলিম খানের সাথে সালমান খান
বাবা সেলিম খানের সাথে সালমান খান |সংগৃহীত

নামাজ পড়লেও গরুর গোশত খান না বলিউড অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান।

রোববার (৩১) ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, নিজেদের ধর্মনিরপেক্ষ বোঝাতেই সেলিম খান ও তার পরিবারের সদস্যরা গরুর গোশত এড়িয়ে চলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতার বাবা জানান, তাদের পরিবারে গরুর গোশতের কোনো স্থান নেই।

একসময় পরিবার নিয়ে ইন্দোরে থাকতেন সালমানের বাবা। এখন তারা মুম্বাইবাসী। বিগত সময়ের স্মৃতিচারণ করে সালমানের বাবা বলেন, ‘ইন্দোর থেকে আজ পর্যন্ত, আমরা কখনো গরুর গোশত খাইনি। অনেকে খান। কারণ, তা খুবই সস্তা। অনেকে আবার পোষ্য কুকুরকে খাওয়ানোর জন্য গরুর গোশত কেনেন।’

Salim-Khan-with-family

কিন্তু কেন সেলিম খান ও তার পরিবারের সদস্যরা গরুর গোশত খান না- এ প্রসঙ্গে তিনি বলেন, গরুর দুধকে মাতৃদুগ্ধের পরিপূরক মনে করা হয়। তাই গরু হত্যা করা উচিত নয়।

ভারতীয় ওই সংবাদমাধ্যমটি দাবি করে- প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে সেলিম খানের। তাই তার বাড়িতে ধর্মনিরপেক্ষ পরিবেশ বজায় রাখতেই গরুর গোশত খান না তারা। শুধু তাই নয়; ধর্মনিরপেক্ষতার প্রমাণ দিতে তার স্ত্রী পূজা করেন, আর নামাজ পড়েন অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান। এই একই শিক্ষায় ছেলেমেয়েদের মানুষ করেছেন বলেও জানান তিনি।