তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মোস্তাফিজকে বাদ দেয়ায় ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা করছেন। দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতিও এটি নিয়ে সবর হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে কুদ্দুস বয়াতি লিখেছেন, এক সময় ইন্ডিয়া কারো সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরা নিজেরাই খেলবে... যেমন ইন্ডিয়া বনাম ভারত।
তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। কমেন্ট বক্সে কুদ্দুস বয়াতির বক্তব্যেরও সমর্থন জানান অনেকে।
এদিকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।



