মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

বিশ্বের নয়টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি এ মুকুট অর্জন করেন।

সাংস্কৃতিক প্রতিবেদক

Location :

Dhaka
অনন্যা আফরিন
অনন্যা আফরিন |সংগৃহীত

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘মিস স্টার ইউনিভার্স’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশী মডেল অনন্যা আফরিন।

সোমবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর স্থানীয় একটি রেষ্টুরেন্টে তাকে সংবর্ধনা জানানো হয়। এ সময় দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনন্যা আফরিন বলেন, ‘এই সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তা, আমার মা ও আমার শিক্ষক পিয়াল ভাইকে ধন্যবাদ জানাই। মিস স্টার ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত। এই অর্জন শুধু আমার নয়, সারা বাংলাদেশের। দোয়া করবেন, যেন আমি ভবিষ্যতেও দেশের নাম আরও উজ্জ্বল করতে পারি।’

বক্তারা অনন্যা আফরিনের আন্তর্জাতিক অর্জনকে বাংলাদেশের জন্য গৌরবময় সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং তার আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি কাজী হায়াত, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, শিল্পী সমিতির সহ-সভাপতি ডিএ তায়েব, অভিনেতা শাওন আশ্রাফ, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, চিকিৎসক সাবরিনা এবং অনন্যার মা নাছিরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্বের নয়টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি এ মুকুট অর্জন করেন।