বলিউডজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের খবর। ছেলে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ; বাবা হয়েছেন ভিকি কৌশল। জীবনে এক নতুন আলোর দেখা পেল বলিউডের এ আলোচিত দম্পতি।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে ছেলে সন্তানের জন্মের কথা জানিয়েছেন এ তারকা দম্পতি।
পোস্টে তারা লেখেন, ‘আমাদের জীবনে এসেছে অপরিসীম আনন্দ। ভালোবাসা ও কৃতজ্ঞতার সাথে আমরা আমাদের ছেলে সন্তানকে স্বাগত জানাই।’
বাবা-মা হওয়ার এ আনন্দঘন মুহূর্তে সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন ক্যাটরিনা ও ভিকি।
জানা যায়, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে হয়েছিল ২০২১ সালের ৯ ডিসেম্বর, রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে। বিয়ের পর থেকেই তাদের প্রেম, একসাথে ভ্রমণ ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত বারবার খবরের শিরোনাম হয়েছে।
গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দম্পতি জানিয়েছিলেন, তারা প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন। সেই ঘোষণার পর থেকেই বলিউডজুড়ে চলছিল নানা জল্পনা—কবে আসছে ‘ভিকি-ক্যাট’ দম্পতির ঘরে নতুন অতিথি।
কিছুদিন আগেই মুম্বাইয়ে এক যুবা সম্মেলনে উপস্থিত হয়ে ভিকি কৌশল প্রকাশ্যে বলেছিলেন, ‘আমি শুধু বাবা হওয়ার জন্য অপেক্ষা করছি। এটা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।’
তিনি আরো বলেন, ‘এখন আমার বাইরে বের হতে মন চায় না। যতটা পারি, সময় কাটাতে চাই বাড়িতেই—কারণ এ সময়টা আর ফিরে আসবে না।’
ভিকির ভাই অভিনেতা সানি কৌশলও সংবাদমাধ্যমে জানিয়েছিলেন তাদের পরিবারের আনন্দের কথা। তিনি বলেছিলেন, ‘এটা আমাদের সবার জন্য অসীম সুখের খবর। আমরা সবাই খুশি, তবে একটু নার্ভাসও আছি। সবকিছু যেন সুন্দরভাবে হয়, সেটাই প্রার্থনা।’
বলিউডের এ আলোচিত দম্পতির জীবনে এসেছে নতুন আলো। ক্যাটরিনা ও ভিকি এখন তাদের ছেলে সন্তানকে ঘিরেই নতুন জীবনের প্রথম অধ্যায় শুরু করেছেন।



