বহুল আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নোবেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ডেমরার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে নোবেলকে আদালতে পাঠাবে ডেমরা থানা পুলিশ।
জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা-র মঞ্চে জায়গা করে নিয়েছিলেন মাইনুল আহসান নোবেল। সকলেই পছন্দ করেছিলেন তার গান। তার গানে মুগ্ধ হন দুই বাংলার মানুষ। জনপ্রিয়তা এবং খ্যাতির তুঙ্গে উঠেছিলেন নোবেল। কিন্তু, বাংলাদেশের এই গায়ক শেষ পর্যন্ত নিজের সেই সম্মান এবং খ্যাতি ধরে রাখতে পারেননি। খ্যাতির চূড়ায় থাকার সময় একের পর এক বিতর্কে জড়িয়েছেন এই গায়ক।
তাকে শেষবার প্রকাশ্যে দেখা গেছে গত বছর নভেম্বর মাসে। ওই সময়েও এক নারীর সাথে সম্পর্ক এবং মাদক নিয়ে বিতর্কে জড়ান নোবেল। তারপরে থেকে আর কোথাও দেখা যায়নি তাকে। অতিরিক্ত নেশাগ্রস্ত হওয়ায় বেশ কয়েক মাস তিনি রিহ্যাবে ছিলেন।