হেভি মেটাল গায়ক ওজি অসবর্ন আর নেই

তিনি ছিলেন হেভি মেটাল ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’-এর প্রধান গায়ক। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন তার ভক্ত, অনুরাগী, সতীর্থরা।

নয়া দিগন্ত অনলাইন
হেভি মেটাল গায়ক ওজি অসবর্ন
হেভি মেটাল গায়ক ওজি অসবর্ন |সংগৃহীত

খ্যাতনামা হেভি মেটাল গায়ক ওজি অসবর্ন (৭৬) মারা গেছেন। গতকাল মঙ্গলবার তার পরিবার এই মৃত্যুর খবর প্রথম ঘোষণা করে।

তিনি ছিলেন হেভি মেটাল ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’-এর প্রধান গায়ক। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন তার ভক্ত, অনুরাগী, সতীর্থরা।

ব্ল্যাক সাবাথ ব্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা টনি ইয়োমি বলেছেন, ‘আমরা আমাদের ভাইকে হারালাম।’

তার মৃত্যুতে বেস গিটার বাদক টেরেন্স বাটলার তাদের শেষ কনসার্টের কথা স্মরণ করেছেন। আর ড্রামার বিল ওয়ার্ড ওজি অসবর্নের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন।

মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে ‘ব্ল্যাক সাবাথ’ বার্মিংহামে তাদের বিদায়ী কনসার্ট সম্পন্ন করেছিল।

সূত্র : বিবিসি