মঞ্চে জেমসের উপস্থিতি মানেই উন্মাদনা। এবার সেই উন্মাদনা ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নগর বাউল খ্যাত এই রকস্টার। আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৪ জুন টেক্সাসের ডালাসে এক ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন তিনি। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ১৪ জুন ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। আয়োজকদের পক্ষ থেকে এটিকে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য সবচেয়ে বড় এবং ঐতিহাসিক কনসার্ট হিসেবে অভিহিত করা হয়েছে। টিকিটফাইওস.কম-এ ইতোমধ্যে ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। আয়োজক প্রতিষ্ঠান মুনলাইট ইভেন্টস জানিয়েছে, বিশাল এই ভেন্যুকে আটটি ভিন্ন স্তরে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, যা ৪৯ থেকে ১৫০ ডলার পর্যন্ত।
এই ইভেন্টের অন্যতম উদ্যোক্তা হাছিনা আক্তার বলেন, “জেমস এর এই ইভেন্টকে কেন্দ্র করে মানুষের নানান পরিকল্পনা শুরু হয়ে গেছে, এটি বাঙালিদের অনেক বড়ো মিলনমেলা হতে চলছে।”
আয়োজকদের অন্যতম সাজ্জাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডালাসে এর আগে এত বড় পরিসরে কোনো বাংলাদেশি ব্যান্ড সংগীত পরিবেশন করেনি। এটি কেবল একটি কনসার্ট নয়, বরং প্রবাসী বাঙালিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসরত ভক্তদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। জেমস নিজেও তার চিরাচরিত ভঙ্গিতে গান এবং গিটারের ঝড়ে মঞ্চ মাতাতে প্রস্তুত।’
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে নগরবাউলের ১০টি কনসার্ট হওয়ার কথা থাকলেও ভক্তদের ব্যাপক চাহিদার কারণে পরবর্তীতে তা বেড়ে ২৫টিতে দাঁড়িয়েছিল। ধারণা করা হচ্ছে, এবারের সফরেও তেমন কিছু ঘটতে পারে। বর্তমানে নগরবাউলের লাইনআপে রয়েছেন ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহি ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার) এবং তালুকদার সাব্বির (বেজ গিটার)।
গত কয়েক মাস ধরে জেমস দেশ এবং দেশের বাইরে নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছেন। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে তিনি সফল কনসার্ট করেছেন এবং আগামীতেও বেশ কিছু কনসার্টের সূচি রয়েছে। এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক দর্শকদের গান শোনানোর এই ব্যস্ততা সহসাই থামছে না।