নায়ক জসিমের ছেলে ভোকালিস্ট ও বেস গিটারিস্ট রাতুলের মৃত্যু

বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়ামের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাতুল।

নয়া দিগন্ত অনলাইন
চিত্রনায়ক জসিমের ছেলে এ কে রাতুল
চিত্রনায়ক জসিমের ছেলে এ কে রাতুল |সংগৃহীত

জনপ্রিয় ‘ওউন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেস গিটারিস্ট এবং কিংবদন্তি চিত্রনায়ক জসিমের ছেলে এ কে রাতুল মারা গেছেন।

রোববার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম।

সিয়ামের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়ামের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাতুল। প্রথমে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। পরে লুবানা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাতুলের অকালমৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিস্ময় ও শোক প্রকাশ করেছেন।

২০১৪ সালে প্রকাশিত ‘ওয়ান’ অ্যালবাম এবং ২০১৭ সালের ‘টু’ অ্যালবামের মাধ্যমে ‘ওউন্ড’ ব্যান্ড দেশীয় রক সংগীতে নিজস্ব একটি ধারা তৈরি করে।

রাতুল ভোকাল ও বেস গিটারিস্ট হওয়ার পাশাপাশি একজন দক্ষ মিউজিক প্রোডিউসার হিসেবেও প্রশংসিত ছিলেন। দেশের বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় অ্যালবাম তৈরিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

চিত্রনায়ক জসিমের তিন পুত্র- এ কে সামি, এ কে রাতুল ও এ কে রাহুল। তারা সকলেই সংগীতাঙ্গনের পরিচিত মুখ। ২০০৭ সালে বড় দুই ভাই সামি ও রাতুল ‘ওউন্ড’ ব্যান্ডটি গঠন করেন। তাদের ছোট ভাই রাহুল বর্তমানে জনপ্রিয় ‘ট্রেইনরেক’ ব্যান্ডের সদস্য।

অভিনেতা জসিম ১৯৯৮ সালের ৮ অক্টোবর ব্রেন হ্যামারেজে মারা যান।