দিলীপ কুমার থেকে এ আর রহমান হওয়ার নেপথ্যে কারণ

আমার যদিও শুরু থেকেই রহমান নামটি পছন্দ হয়েছিল আর এই আল্লারাখার অর্থ হলো আল্লাহর দ্বারা সুরক্ষিত। এই সময়ই আমি এবং আমার পরিবার ইসলাম ধর্মে দীক্ষিত হই।’

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় সঙ্গীত পরচালক এ আর রহমান
ভারতীয় সঙ্গীত পরচালক এ আর রহমান |সংগৃহীত

অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরচালক এ আর রহমান তার পেশাগত জীবনের পাশাপাশি একাধিকবার নিজের আধ্যাত্মিক বিশ্বাস নিয়েও মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, দিলীপ কুমার থেকে কিভাবে তিনি এ আর রহমান হলেন।

শুক্রবার (১৭ অক্টোবর) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ আর রহমান তার জীবনে আধ্যাত্মিকতার ওপর বিশেষভাবে ভরসা রাখা শুরু করেন তার বাবার মৃত্যুর পর। প্রিয়জনকে হারিয়ে জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন। এমনকি আজ সারা বিশ্ব যে নামে তাকে সকলে চেনে সেই নামও তিনি গ্রহণ করছিলেন বাবার মৃত্যুর পরই।

সংবাদমাধ্যমটি জানায়, আসলে হিন্দু ধর্মাবলম্বী সঙ্গীত পরিচালকের জন্মসূত্রে নাম ছিল দিলীপ কুমার। জীবনে এই আমূল পরিবর্তন কিভাবে এসেছিল তা নিয়ে বলতে গিয়ে এ আর রহমান বলেন, ‘আমার জীবনে এই আধ্যাত্মিক পরিবর্তন আসে আমার বাবার মৃত্যুর পর। আমি এবং আমার পরিবার একজন হিন্দু জ্যোতিষীকে দেখিয়েছিলাম। তারপরই আমরা ইসলামধর্মে দীক্ষিত হয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘তিনিই আমার নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন এবং আমাকে দুটি নামের মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন। সেই দু’টি নাম ছিল যথাক্রমে- আবদুর রহমান এবং আবদুর রহিম। সত্যি বলতে আমি কখনই আমার প্রথম নাম নিয়ে খুশি ছিলাম না। তাই আমাকে যখন নাম পরিবর্তনের পরামর্শ দেয়া হয়, তখন আমার মা আমাকে বলেন আবদুর না রেখে আল্লারাখা রহমান রাখতে।’

এ আর রহমান বলেন, ‘আমার যদিও শুরু থেকেই রহমান নামটি পছন্দ হয়েছিল আর এই আল্লারাখার অর্থ হলো আল্লাহর দ্বারা সুরক্ষিত। এই সময়ই আমি এবং আমার পরিবার ইসলাম ধর্মে দীক্ষিত হই।’