ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

তিনি বলেন, ‘ফরিদা পারভীনের অবস্থা ক্রিটিক‍্যাল। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

নয়া দিগন্ত অনলাইন
লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন
লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন |সংগৃহীত

লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

এ তথ্য জানিয়েছেন মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘ফরিদা পারভীনের অবস্থা ক্রিটিক‍্যাল। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আশীষ কুমার চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।