ছবির নাম ‘রাজনৈতিক আলাপ জরুরি’। নাম শুনেই বোঝা যায়, এটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়নি। বরং ছবিটি সরাসরি কথা বলছে—রাজনীতি, সচেতনতা ও ইতিহাস নিয়ে। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ছোট পর্দার পরিচিত মুখ ইমতিয়াজ বর্ষণ। পরিচালনায় আছেন গায়ক ও নির্মাতা আহমেদ হাসান সানি।
ছবিটির গল্পের পটভূমি ছাত্র-জনতার অভ্যুত্থান হলেও এর মধ্য দিয়ে উঠে আসবে বাংলাদেশের বিভিন্ন সময়ের রাজনৈতিক ও ঐতিহাসিক অধ্যায়।
ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘গল্পটা একদম আলাদা। চরিত্রটাও খুব ভিন্ন ধরনের। গল্প আর পরিচালকের প্রতি বিশ্বাস থেকেই কাজটা করেছি।’
ছবির শুটিং শুরু হয় ঈদুল আজহার আগে। বর্তমানে শুটিং প্রায় শেষ পর্যায়ে—আর মাত্র দুই দিনের কাজ বাকি। রাজধানী ঢাকাসহ কুয়াকাটার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ চলছে।
ছবিটি মুক্তি পাবে আগস্টের প্রথম সপ্তাহে। সেই অনুযায়ী চলছে ডাবিং, সম্পাদনা ও আবহসংগীতের কাজও।
ছবিতে বর্ষণের পাশাপাশি অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু ও কেয়া আলম। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খালিদ মাহমুদ।
ছবির পরিচালক আহমেদ হাসান সানি এর আগে ‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’, ‘কেমনে কী’-এর মতো গান গেয়ে প্রশংসিত হয়েছেন। পাশাপাশি বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও তার আলাদা পরিচিতি রয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হলেও ‘রাজনৈতিক আলাপ জরুরি’ হচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
এই প্রথম ছবি নিয়ে সানি বলেন, ‘সিনেমা তো অনেক বড় ব্যাপার। অনেক দিন ধরেই ভাবছিলাম। শেষমেশ নিজের তাগিদে এই গল্পটা নিয়ে এগিয়ে এলাম। চুপচাপ করলেও মন দিয়েই করেছি। এখন দর্শকই বিচার করবেন কতটুকু পেরেছি।’
ছবির নাম প্রসঙ্গে সানি বলেন, ‘আমরা প্রায়ই দেখি, কোথাও লেখা থাকে—রাজনৈতিক আলাপ নিষেধ। অথচ, দেশের মানুষ যদি রাজনৈতিকভাবে সচেতন না হয়, তাহলে রাষ্ট্র নিয়ে ভাবার সুযোগই থাকে না। আমাদের প্রজন্ম রাজনৈতিক আলোচনা থেকে দূরে। ফলে তারা নিজের ইতিহাসও জানে না—কেন বাংলাদেশ হলো, কীভাবে হলো। সেই চেতনার জায়গা থেকেই ছবির নাম দিয়েছি ‘রাজনৈতিক আলাপ জরুরি’। ইতিহাস জানার মধ্য দিয়েই ভবিষ্যৎ তৈরি হয়।
এদিকে সানি জানান, তিনি তার দ্বিতীয় ছবি ‘রুহের কাফেলা’র প্রস্তুতিও নিচ্ছেন। সরকারি অনুদানে নির্মিতব্য এ ছবির গল্প ঘুরে বেড়াবে এক দৃষ্টিহীন এতিম মাদরাসাছাত্রকে ঘিরে, যে খুঁজে ফেরে তার মাকে—রূপকভাবে যা বাংলাদেশের ইতিহাসকেই ছুঁয়ে যাবে।
‘রাজনৈতিক আলাপ জরুরি’ মুক্তির পরপরই ‘রুহের কাফেলা’র প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে।
পরিচালক জানান, ‘গল্পটা অসাধারণ। আমি আপাতত বেশি কিছু বলতে চাই না। তবে আশা করি, এটি মানুষকে নাড়া দেবে।’