জয়া আহসান অভিনীত ও অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় মুক্তি পেতে যাওয়া ‘ডিয়ার মা’ সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন।
শুক্রবার (৪ জুলাই) সকালে সোশ্যাল মিডিয়ায় তার একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নজরে আসে।
‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল।’ সাতসকালে এমন শুভেচ্ছায় খানিক বাকরুদ্ধ পরিচালক। পুরো টিমের কাছেই এটা বড় প্রাপ্তি বলেও মনে করেন তিনি।
অনিরুদ্ধ বলেন, ‘এটা শুভেচ্ছা নয়, আমাদের কাছে আশীর্বাদ। গোটা টিমের জন্য খুব বড় প্রাপ্তি। এমন একজন মানুষের আশীর্বাদ পেলাম, যা সত্যিই অনুপ্রেরণার। এই আনন্দ ভাগ করার কোনো ভাষা আমার নেই। ঠিক যেন কাঁধে হাত রেখে কেউ একজন বললেন এগিয়ে যেতে। মনটা ভরে গিয়েছে।’
এ ব্যাপারে গণমাধ্যমকে জয়া আহসান বলেন, ‘আমি ভাষাহীন, এমন একজন মানুষ আমাদের সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন এবং নিজের প্রোফাইলে শেয়ার করেছেন, আমি তো বলব এটা পরম পাওয়া।’
তিনি আরো বলেন, ‘পাশাপাশি বাংলা সিনেমার জন্যও খুব বড় প্রাপ্তি। অমিতাভ বচ্চনের সিনেমা দেখে কত মানুষ ইন্ডাস্ট্রিতে এসেছেন। সবচেয়ে বড় কথা আমাদের বড় হয়ে ওঠা তাকে দেখে, তিনি তো স্টার। আজ সেই মানুষটা আমার কাজের জন্য আশীর্বাদ করছেন, এটা যে কত বড় আনন্দের বলে বোঝাতে পারব না।’