শাকিব খানের ‘তাণ্ডব’ চলাকালীন কারিগরি ত্রুটি, হল ভাঙচুর

সিনেমা হলটি এ হামলার পর এক ঘণ্টা শো বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে পুনরায় ছবি চালু হয়।

নয়া দিগন্ত অনলাইন
ময়মনসিংহ নগরীর ছায়াবানী সিনেমা হলে ভাঙচুর
ময়মনসিংহ নগরীর ছায়াবানী সিনেমা হলে ভাঙচুর |সংগৃহীত

শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা চলাকালীন সময়ে কারিগরি ত্রুটির কারণে প্রচারে বিঘ্ন ঘটায় ময়মনসিংহ নগরীর ছায়াবানী সিনেমা হলে ভাঙচুর করেছে একদল দর্শক।

শনিবার (৭ জুন) ঈদের দিন বিকেলে নগরীর সিকে ঘোষ রোড এলাকায় প্রতিষ্ঠিত সিনেমা হলটি এ হামলার পর এক ঘণ্টা শো বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে পুনরায় ছবি চালু হয়।

সূত্র জানায়, গত কয়েক বছর ধরে ছায়াবানী হলেও বছরের দু’ ঈদ ছাড়া তেমন দর্শক হয়নি বললেই চলে। শাকিব খানের সুপার হিট তাণ্ডব ছবি দেখতে ঈদের দিন সকাল থেকেই দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। আসন সংখ্যার তুলনায় দর্শক বেশি হওয়ায় শো চালাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

এ বিষয়ে নগরীর ৩ নম্বর ফাঁড়ি পুলিশের এএসআই মো: রাসেল বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অতিরিক্ত আবেগের কারণে এমন হয়েছে। কোনো কিছুর সমস্যা হতেই পারে, তবে আইন নিজের হাতে তুলে নেয়া ঠিক না।’