আশির দশকের জনপ্রিয় নায়ক আবুল হোসেন আর নেই

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ জানুয়ারি) মৃত্যু হয় তার।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা
আবুল হোসেন
আবুল হোসেন |সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে আশির দশকের বাংলা চলচ্চিত্রের নায়ক মোহাম্মদ আবুল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ জানুয়ারি) মৃত্যু হয় তার।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হার্টের জটিল রোগে ভুগছিলেন।

তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রয়েছেন।

আবুল হোসেন ঢাকা জেলার ধামরাই উপজেলার অন্তর্গত আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার মরহুম মতিয়ার রহমান চেয়ারম্যানের ছেলে। তিনি আমতা ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বেহুলা লক্ষিন্দর, ছোট বউ, মতি মালা ও গেরিলাসহ শতাধিক বাংলা চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

রোববার বাদ মাগরিব ইসলামাবাদ নান্দেশ্বরী ইব্রাহিমিয়া দারুল উলুম মাদরাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।