অভিনেত্রী রওশন জামিলের জন্মদিন আজ

রওশন জামিল ছিলেন সৃজনশীল, স্পষ্টভাষী এবং সংস্কৃতির প্রতি নিবেদিতপ্রাণ এক মহীয়সী নারী। তার শৈল্পিক জীবনযাপন নতুন প্রজন্মকে এখনো অনুপ্রাণিত করে।

নিজস্ব প্রতিবেদক
রওশন জামিল
রওশন জামিল |নয়া দিগন্ত

আজ উপমহাদেশের কিংবদন্তি নৃত্য ও অভিনয় শিল্পী এবং জাগো আর্ট সেন্টারের প্রতিষ্ঠাতা রওশন জামিলের জন্মদিন।

তিনি ১৯৩১ সালের ৮ মে ঢাকার রোকনপুরে জন্মগ্রহণ করেন।

তিনি একাধারে নৃত্যশিল্পী, অভিনেত্রী, শিক্ষক ও সাংস্কৃতিক অগ্রদূত হিসেবে শিল্প-ঐতিহ্যের অমূল্য সম্পদ। ষাট ও সত্তরের দশকে যিনি চলচ্চিত্রে অভিনয়ের নিজস্ব ধারা তৈরি করেছিলেন, তিনিই আবার মঞ্চ, টিভি নাটক ও নৃত্যে রেখে গেছেন গভীর ছাপ।

রওশন জামিল ছিলেন সৃজনশীল, স্পষ্টভাষী এবং সংস্কৃতির প্রতি নিবেদিতপ্রাণ এক মহীয়সী নারী। তার শৈল্পিক জীবনযাপন নতুন প্রজন্মকে এখনো অনুপ্রাণিত করে।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে গোরী, গীত কাঁহি সংগীত কাঁহি (উর্দু), মনের মতো বউ, জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম, সূর্য সংগ্রাম, গোলাপী এখন ট্রেনে, আবার তোরা মানুষ হ, ওরা ১১ জন, মাটির ঘর, সূর্য দীঘল বাড়ী, দেবদাস, রামের সুমতি, জননী, নয়নমণি, জীবন মৃত্যু, মিস ললিতা, নদের চাঁদ, মাটির কোলে, বাঁধনহারা, দহন ইত্যাদি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী, পোকামাকড়ের ঘরবসতি ও লালসালু অন্যতম।

২০০২ সালের ১৪ মে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি।