পারভেজ আবীরের ‘বিজয় নেবে ধানের শীষ’–এর রেকর্ডিং শেষ

পুরো গানজুড়ে এদেশের ১৮ কোটি মানুষের আশীর্বাদ, তাদের আশা, প্রত্যাশা এবং গণতন্ত্র ফিরে পাওয়ার আকুতি তুলে ধরা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
রাজধানীর কোক স্টুডিওর কলরবে রেকর্ডিং।
রাজধানীর কোক স্টুডিওর কলরবে রেকর্ডিং। |নয়া দিগন্ত

বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী ব্যাপক প্রচার-প্রসারে পারভেজ আবীরের ‘বিজয় নেবে ধানের শীষ’ গানের রেকর্ডিং শেষ হয়েছে।

সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওর কলরবে এটির রেকর্ডিং সম্পন্ন হয়।

লাল সবুজের পতাকার সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের সাথে ধানের শীষের রয়েছে নিবিড় সম্পর্ক। ফসলের মাঠের সোনালী ধানের শীষ এদেশের মানুষের অস্তিত্বেরও অংশ। রূপসী বাংলার অবারিত প্রকৃতির সাথে ধানের শীষ, জাতীয়তাবাদ, বিজয় ও মুক্তিযুদ্ধ যেন একই সূত্রে গাঁথা। আর পারভেজ আবীর চৌধুরীর কথায় তা পূর্ণতা পেলো সুরে সুরে।

‘বিজয় নেবে ধানের শীষ’ শিরোনামের গানে সেটিই মূর্ত হয়ে উঠেছে বাণী ও সুরে। পারভেজ আবীর চৌধুরীর কথায় ও আহমেদ হুমায়ুনের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাটি রহমান। আর কোরাস অংশে কণ্ঠ মিলিয়েছেন প্রায় ৩০জন শিল্পী। টিম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র অভিনেতা মারুফ আকিব।

রেকর্ডিং সেশনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, মারুফ আকিব। তিনি গানের পরিবেশনা, উপস্থাপনা ও সুরের আবহ নিয়ে শিল্পীদের পরামর্শ দেন।

পারভেজ আবীর চৌধুরী বলেন, ‘পুরো গানজুড়ে আমি এদেশের ১৮ কোটি মানুষের আশীর্বাদ, তাদের আশা, প্রত্যাশা এবং গণতন্ত্র ফিরে পাওয়ার আকুতি তুলে ধরেছি।’

উল্লেখ্য, গানের কথার পরতে পরতে গানে উঠে এসেছে শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্ব এবং তারেক রহমানের একত্রিশ দফায় আলোচিত ন্যায়, পরিবর্তন ও গণতন্ত্রের প্রত্যয়।