ফিলিস্তিনিদের ওপর বর্বরতায় ‘কাটাপ্পা’র ক্ষোভ, দুষলেন মোদিকেও

অভিনেতা সত্যরাজ বলেন, এই ধরনের প্রতিবাদে অংশ নেয়া শিল্পীদের দায়িত্ব। যদি আমাদের খ্যাতি মানবতা ও স্বাধীনতার জন্য না হয়, তাহলে বিখ্যাত হওয়ার কী লাভ?

নয়া দিগন্ত অনলাইন
কাটাপ্পা খ্যাত অভিনেতা সত্যরাজ ও প্রকাশ রাজ
কাটাপ্পা খ্যাত অভিনেতা সত্যরাজ ও প্রকাশ রাজ |সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরতার জন্য ইসরাইলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের খ্যাতিমান দুই অভিনেতা প্রকাশ রাজ ও কাটাপ্পা খ্যাত সত্যরাজ।

রোববার (২১ সেপ্টেম্বর) জিও নিউজ জানিয়েছে, গত ১৯ তারিখ, চেন্নাইয়ে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতাকালে উভয়ে এই ক্ষোভ প্রকাশ করেন।

এই সমাবেশে অভিনেতা, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের সামনে ব্ক্তৃতা প্রদানকালে প্রকাশ রাজ বলেন, ‘এই সমাবেশ তাদের জন্য, যারা মানবতার জন্য আওয়াজ তোলেন। যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে রাজনীতি বলা হয়, তাহলে হ্যাঁ, এটা রাজনীতি এবং আমরা কথা বলব।’

এ সময় তিনি একটি পঙক্তি উচ্চারণ করেন, যার বাংলা অর্থ এমন-

‘যুদ্ধ শেষ হয়ে যাবে।

নেতা হাত মিলিয়ে সমঝোতায় পৌঁছবেন।

কিন্তু এক মা তার ছেলের জন্য,

এক স্ত্রী তার স্বামীর জন্য,

এবং শিশু তার বাবার জন্য

অপেক্ষা করতে থাকবেন।’

অভিনেতা প্রকাশ রাজ আরো বলেন, আজ ফিলিস্তিনে যে বর্বরতা হচ্ছে, তার জন্য শুধু ইসরাইলই নয়; বরং যুক্তরাষ্ট্রও দোষী এবং পাশাপাশি সমানভাবে দায়ী নরেন্দ্র মোদির চুপ থাকাটাও।

প্রকাশ রাজ বলেন, যখন আমাদের শরীরে কোনো ক্ষত থাকে এবং আমরা চুপ থাকি, তখন তা আরো খারাপ হয়। একইভাবে, যদি কোনো জাতি আহত হয় এবং আমরা চুপ থাকি, তবে এই নীরবতা সেই জাতির ক্ষতকে আরো গভীর করে তোলে।

এ ছাড়াও, সমাবেশে অভিনেতা সত্যরাজ গাজায় চলমান হত্যাকাণ্ডকে অসহনীয় এবং মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, গাজায় এভাবেও বোমাবর্ষণ করা যায়? মানবতা আজ কোথায়? এত নৃশংসতা করার পর এই নৃশংসতাকারীরা কিভাবে শান্তিতে ঘুমাতে পারে?

সত্যরাজ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, এই গণহত্যা বন্ধে জাতিসঙ্ঘের সিদ্ধান্ত নেয়া উচিৎ। তিনি বলেন, কিছু মানুষ প্রশ্ন তোলেন যে, চেন্নাইতে প্রতিবাদ করলে কী পরিবর্তন আসবে, কিন্তু আজকের যুগে, এই বার্তাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমগ্র বিশ্বে পৌঁছে যাবে।

অভিনেতা সত্যরাজ বলেন, এই ধরনের প্রতিবাদে অংশ নেয়া শিল্পীদের দায়িত্ব। যদি আমাদের খ্যাতি মানবতা ও স্বাধীনতার জন্য না হয়, তাহলে বিখ্যাত হওয়ার কী লাভ?

সূত্র : জিও নিউজ