সিনেমায় অভিষেকেই বাজিমাত, শাকিব খানের সাথে সাবিলা নূরের তাণ্ডব

মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

শরীফুল ইসলাম
সাবিলা নূর
সাবিলা নূর |সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর এবার বড় পর্দায় অভিষেক ঘটিয়েই যেন বাজিমাত করলেন। তার প্রথম সিনেমা ‘তাণ্ডব’-এ তিনি জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাথে। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

নাটকে সাবিলার জনপ্রিয়তা থাকলেও সিনেমায় তিনি কতটা মানিয়ে নিতে পারবেন, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। কিন্তু ‘তাণ্ডব’ মুক্তির পর সব প্রশ্নের জবাব যেন নিজেই দিয়ে দিয়েছেন সাবিলা। সিনেমার প্রতিটি দৃশ্যে সাবিলার সাবলীল অভিনয়, সংলাপ বলার ভঙ্গি আর পর্দায় তার ক্যারিশমা দর্শকদের মনে ধরেছে।

ছবিতে তার বিপরীতে ছিলেন ঢালিউড কিং শাকিব খান। তাদের রসায়ন ও পারফরম্যান্স সিনেমাটিকে আরো জমজমাট করে তুলেছে।

পরিচালক ও প্রযোজকও সন্তুষ্ট সাবিলার পারফরম্যান্স নিয়ে। প্রথম ছবিতেই তার এমন আত্মপ্রকাশ ঢালিউডে নতুন সম্ভাবনার আভাস দিচ্ছে।