ইসলামী জীবনযাপনের জন্য শোবিজ ত্যাগ করা পাকিস্তানি অভিনেত্রী আরিজ ফাতিমা পবিত্র ওমরাহ পালন করেছেন।
সোমবার ডেইলি জংগ জানিয়েছে, ক্যান্সার থেকে সুস্থ হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া স্বরূপ পরিবারের সাথে ওমরাহ পালন করেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও শেয়ারের মাধ্যমে আরিজ ফাতিমা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
ওই ভিডিওতে আরিজ ফাতিমার ওমরাহ সফরের সময়কার নানা মুগ্ধকর ও আধ্যাত্মিক দৃশ্য দেখা গেছে। মরণব্যাধি থেকে ফিরে ওমরাহ আদায়কে তিনি ‘আবেগঘন’ ঘটনা আখ্যা দিয়েছেন।
আরিজ ফাতিমা বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এশার নামাজের পর অত্যন্ত শান্তিপূর্ণভাবে পবিত্র ওমরাহ পালন করেছি এবং অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করেছি।’
তিনি আরো বলেন, ‘আগের দিন পবিত্র কাবা শরীফে গমন করেছি। আল্লাহ আমাকে হাতিমের মধ্যে নামাজ পড়ার ও কিসওয়ার (গিলাফ) ওপর আমার পরিবারের সদস্যদের নাম লেখার সম্মান দান করেছেন।’
পবিত্র কাবা ছুঁয়ে দেখলেও হাজরে আসওয়াদ চুম্বন করতে পারেননি সাবেক এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি হাজরে আসওয়াদের খুব স্বল্প দূরত্বে ছিলাম, কিন্তু ভিড়ের কারণে কাছে যেতে পারিনি। কখনো কখনো ধৈর্যও এক ধরনের ইবাদত।’
আরিজ ফাতিমা ওমরাহ পালনে ইচ্ছুক তার ভক্তদের প্রতি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি ওমরাহ আদায়ের সময় ছবি ও ভিডিও করা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বরং দরকার হলে পরে ছবি তোলার পরামর্শ দিয়েছেন তিনি।
-ভিডিও দেখতে এখানে ক্লিক করুন