লেনদেনের প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে উত্থান

প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৫০ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ৩১ পয়েন্ট।

নয়া দিগন্ত অনলাইন
উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে
উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে |সংগৃহীত

লেনদেনের প্রথম ঘণ্টায় উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, বেড়েছে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম এবং সবকটি সূচক।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৬ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৮ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১২ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ২৬২টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ৭২টি কোম্পানির শেয়ারের দাম।

প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৫০ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ৩১ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৯টি কোম্পানির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত আছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম।

প্রথম ঘণ্টায় সিএসইতে ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সূত্র : ইউএনবি